অনলাইনে আছেন

  • জন ব্লগার

  • ১০ জন ভিজিটর

আমরা কতই না অকৃতজ্ঞ...

লিখেছেন Muhammad Sajal রবিবার ২৮ জুন ২০২০

যেসব জিনিসকে নিজেদের জন্মগত অধিকার বলে মনে করতাম, করোনায় আসার পর আমরা আবিষ্কার করলাম এগুলার কিছুই রাইট না, সবই প্রিভিলেজ।

বুক ভরে দম নেওয়াটা রাইট না, প্রিভিলেজ। যেকোন মুহুর্তে আল্লাহ আপনাকে এটা থেকে বঞ্চিত করতে সক্ষম। ভেন্টিলেটরে থাকা কোন রোগীর কথা ভাবলেই বুঝে যাবেন।

আপনাকে চলনশক্তিহীন করে দেয়া আল্লাহর কাছে অতি তুচ্ছ বিষয়। যে করোনা রোগী সুস্থ হবার পরেও মাসের পর মাস বিছানা ছেড়ে উঠতে পারে না, তাকে দেখেন।
মিনিটের পর মিনিট রাস্তা দিয়ে হেটে যাওয়া রাইট না, প্রিভিলেজ।

যে বাবাকে তার ছেলেরা করোনার ভয়ে ডাস্টবিনে ফেলে যায়, অথবা অসুস্থ সন্তানের কাছে ততোধিক অসুস্থ যে মা সংক্রমনে জীবননাশের ভয়ে আসতে পারে না, তাকে দেখেন।
প্রিয়জনের স্পর্শ অনুভব করা রাইট না, প্রিভিলেজ।

খাবারের যে স্বাদ, ঘ্রান আমরা পাই, এটা রাইট না, প্রিভিলেজ। আক্রান্ত হবার বহুদিন পরেও অনেক মানুষ স্বাদ-ঘ্রানহীন দুনিয়ায় বাস করতে বাধ্য হচ্ছে।

একদিন আইসিইউতে থাকার জন্য কত চেষ্টা, কত হাহাকার। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেছে, অথবা স্বাভাবিক রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেছে, অমনি পৃথিবী অন্ধকার।

কিন্তু যার ইচ্ছায় সারাটি জীবন আপনি স্বাদ পেলেন, ঘ্রান পেলেন, পথ চলতে পারলেন, শ্বাস নিলেন, ধমনী দিয়ে বইলো আপনার বিশুদ্ধ রক্ত, তার প্রতি আপনার কৃতজ্ঞতা নেই। আপনি মনে করেন এই সব কিছু আপনার রাইট, প্রিভিলেজ না। আপনি মনে করেন, তার দেয়া প্রিভিলেজের বাইরেও আপনার আরো রাইটস আছে। সেই রাইটসের তালিকা লম্বা হতে থাকে, হতেই থাকে, আর আপনি অস্বীকার করতে থাকেন তার কিতাবকে।

অথচ আপনি তুচ্ছ। তিনি না চাইলে আপনার একবার দম নেওয়ারও ক্ষমতা নাই।


কৃতজ্ঞতা
০ টি মন্তব্য      ৩৮৯ বার পঠিত         

লেখাটি শেয়ার করতে চাইলে: