আমি মুসলিম এবং আমি মনে করি দাড়ি রাখা আসলে একটা অর্থহীন কাজ।
আমি মুসলিম এবং আমি মনে করি নিক্বাব পরা একটা বর্বরতা।
আমি মুসলিম এবং আমি সমকামীতাকে শতভাগ সমর্থন করি। আমি মনে করি তাদের বিয়ে করার ও বাচ্চা দত্তক নেওয়ার অধিকার রয়েছে।
আমি মুসলিম এবং আমি বিশ্বাস করি ডারউইনবাদ নির্জলা সত্য। আমাদের উচিত কুরআনে হযরত আদম(আ) এর সৃষ্টিকে উপমা হিসেবে নেয়া।
আমি মুসলিম এবং আমি বিশ্বাস করি শরীয়াহ হচ্ছে বিকৃত, সমস্যাজনক এবং এটাকে আধুনিকতার অনুসরন করা উচিত।
আমি মুসলিম এবং আমি একটা সেক্যুলার সমাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার স্বাধীনতাকে পুরোপুরি সমর্থন করি।
আমি মুসলিম এবং আমি বিশ্বাস করি খিলাফাহ হচ্ছে একটা মধ্যযুগীয় ব্যবস্থা যার আধুনিক বিশ্বব্যবস্থায় কোন স্থান থাকা সম্ভব নয়।
আমি মুসলিম এবং আমি বিশ্বাস করি যে সমাজে লিঙ্গসমুহের ভিন্ন ভিন্ন ভুমিকা স্রেফ একটা পুরনো সাংস্কৃতিক চর্চা।
আমি মুসলিম এবং আমি বিশ্বাস করি যদি একজন মুসলিম নারী ক্যারিয়ারের পেছনে না দৌড়ায়, তবে সে তার মেধাকে নষ্ট করলো।
বুদ্ধিবৃত্তিক নাস্তিক্যবাদ হচ্ছে আমাদের সময়ের বড় ব্যাধি।
-ড্যানিয়েল হাকিকাতজু
ওপরের প্রতিটি বিশ্বাসের সৃষ্টি ইসলামের বদলে পশ্চিমা সভ্যতা, যা জুডিও-ম্যাসনিক-ক্রিশ্চিয়ানিটির ওপরে তৈরি, তাকে মানবজাতির সর্বোচ্চ উৎকর্ষের মানদন্ড হিসাবে ধরে নেয়া থেকে। এটির সৃষ্টি মূলত মানসিক দাসত্ব থেকে যা শত বছরের কলোনিয়ালিজমের ফল। পশ্চিম যা বলে, যা আমাদের বিশ্বাস করাতে চায় সেটা হয়ে গেছে আমাদের জীবনে সত্যের মাপকাঠি।
এই বিশ্বাসগুলির মাধ্যমে পশ্চিম কিছু তথাকথিত গুড মুসলিম তৈরি করতে চায়, যারা তসবীহ টিপবে, নামাজ পড়বে, রোযা রাখবে, যাকাত দেবে এবং হজ্ব-উমরাহও করবে। কিন্তু পৃথিবীব্যাপী জেকে বসা পুজিতন্ত্র ও নব্য-উপনিবেশবাদের বিরুদ্ধে তাদের কোন অবস্থান থাকবে না।
তারা হবে মুসলিম পরিচয়ে পাশ্চাত্যের একনিষ্ঠ উপাসক।