আমার মনে হচ্ছে এই কার্টুনটা আমাদের জনগণের সঠিক চিত্র তুলে ধরেছে। তাদের মনযোগ অন্যদিকে প্রবাহিত করতে একটার পর একটা ইস্যু তৈরি করা হয় আর জনগণও সে ইস্যুতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে এই খোকার মতো।
জনগণ তার প্যান্টে রশি দিয়ে গিট্টু মেরে আবার আঙ্গুল চোষা শুরু করতে পারছে না তো, পারছেই না। আমরা হলাম “Mango people in Banana country" ।
কিন্তু আমরা স্বনির্বাচিতদের টিলা প্যান্ট ধরিয়ে দিতে পারব কবে?
Mango people হল সাধারণ জনতা বা আম আদমি।
Banana country হল রাজনৈতিকভাবে অস্থির দেশসমূহ, যেসব দেশ কিছু স্বনির্বাচিত ও দুর্নীতিপরায়ণ আমলা দ্বারা পরিচালিত হয়।