এ্রই যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কেন্দ্রে যেতে বাধা ও রাতে ব্যালটবাক্স ভর্তির সন্ত্রাসী প্রতিক্রিয়ার বলি হলেন ৬ জন নিরীহ ভোটগ্রহণ কর্মকর্তা, তার জন্য কি শুধু নাগরিক সন্ত্রাসীরা দায়ী, নাকি রাষ্ট্রও সমান দায়ী?
‘When you pray for rain you gotta deal with the mud’
অর্থাৎ আপনি যখন বৃষ্টির জন্য প্রার্থনা করবেন তখন আপনাকে কাদার জন্যও প্রস্তুত থাকতে হবে।
আপনি ভোট ডাকাতি করলে, বঞ্চিতদের সন্ত্রাসী কর্মকাণ্ডও প্রত্যাশিত। তার মূল্য দিতে হবে নিরীহ জনগণকে।