রসুলুল্লাহ সা মুসলিম নারীদের এই বিষয়গুলো নিষেধ করেছেন:
০১. প্রতিবেশীদের কষ্ট দেয়া।
০২. কাজের লোক বা খেদমতগারদের শাস্তি দেয়া।
০৩. সন্তানদের অভিশাপ দেয়া।
০৪. গণকদের কাছে যাওয়া-যারা ভাগ্য ও ভবিষ্যৎ গণে।
০৫. নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা।
০৬. কফিনের অনুসরণ করা। জানাযায় শরিক হওয়া।
০৭. মুসলমানের সাথে তিনদিনের অধিক সম্পর্ক কর্তন করা।
০৮. গিবত করা ও অপবাদ ছড়ানো।
০৯. অন্যদের দোষ খুঁজে বেড়ানো।
১০. কারো প্রতি জুলুম করা।
১১. চিৎকার করে কান্নাকাটি করা।
১২. নিষ্প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা।
১৩. স্বামির বিনা অনুমতিতে বাইরে বেড়ানো।
১৪. মাহরাম ছাড়া দীর্ঘ সফর করা।
১৫. স্বামির কাছে পরনারীর প্রশংসা করা।
১৬. পুরুষালি চালচলন।
১৭. শরীর প্রদর্শিত হয় এমন পাতলা পোশাক পরা।
১৮. পরপুরুষের প্রতি বিশেষভাবে তাকানো।
১৯. একান্তে পরপুরুষের সাথে সাক্ষাত।
২০. স্বজনদের প্রতি অকৃতজ্ঞ হওয়া।
২১. সামান্যতেই স্বামির কাছে তালাক চাওয়া।
২২. স্বামির অবাধ্য হওয়া।
২৩. স্বামির অনুমিত/সম্মতি ছাড়া তার অর্থ সম্পদ দান করা।
২৪. স্বামির উপস্থিতিতে নফল রোজা রাখা।
২৫. স্বামির আহবানে সাড়া না দেয়া।
২৬. অন্য নারীর দাম্পত্য কলহর প্রতি কান দেয়া এবং তা প্রচার করা।
২৭. পরপুরুষদের সম্মুখে সাজসৌন্দর্য প্রকাশ করা।
২৮. পরচুলা লাগানো।
২৯. পরনিন্দা করা।
৩০. শরীরে দাগ কেটে অঙকন করা।
রসুলুল্লাহ সা নারীদের একাজগুলো করতে নিষেধ করেছেন।
এগুলো নারীদর জন্যে পরিত্যাজ্য। তিনি পুরুষদের জন্যেও এবং উভয়ের জন্যে আরো অনেক কাজ নিষেধ করেছেন।